যশোরে মহিলা উন্নয়ন সংগঠন জয়তী সোসাইটির আয়োজনে ও প্রতিবন্ধি সেবা ও সাহার্য্য কেন্দ্রের সহযোগিতায় বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার শহরের উপশহর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী লীগ যশোর জেলা শাখার ত্রান ও পুনবাসন সম্পাদক সুখেন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান।
জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার বর্ণালী সরকারের সঞ্চালনায়, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার হারুন অর রশীদ, এমআইএস কর্মকর্তা উদয়শংকর দত্ত, সহকারী প্রোগ্রাম ম্যানেজার শহিদুল ইসলাম লাল্টু, কমিউনিটি সংগঠক নাছিমা আফরোজসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ক্যাম্পে রোগী দেখেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, যশোরের কনসালটেন্ট (ফিজিওথেরাপি) ডা. বাপ্পি কবি শেখর ও থেরাপি সহকারী আমিনুল ইসলাম। ক্যাম্পে মোট ৭০ জন রোগীর ফিজিওথেরাপি ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।