সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘনায় নিহত দুই, আহত -১

আগের সংবাদ

ঝিনাইদহে শিশু ধর্ষন মামলায় একজনকে যাবজ্জীন কারাদন্ড দিয়েছে আদালত

পরের সংবাদ

কালীগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: মার্চ ৬, ২০২৪ , ১:০৩ অপরাহ্ণ আপডেট: মার্চ ৬, ২০২৪ , ১:০৩ অপরাহ্ণ

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার বিহারি মোড় নামক স্থানে সড়ক দুর্ঘটনায় সাহেদ নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৯ টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে বিহারি মোড় নামক স্থানে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী সাহেদের হোসেনের  মাথায় আঘাত লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহত কলেজ শিক্ষার্থী সাহেদ হোসেন (২১) হলেন কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া (পশ্চিম মাটপাড়া) গ্রামের বাসিন্দা কীটনাশক ব্যবসায়ী রমজান আলীর ছেলে ও সরকারি মাহতাবউদ্দিন কলেজের অর্নাস ১ম বর্ষের ছাত্র।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)  আবু আজীব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে সাহেদ নামের  এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ট্রাক আটক করা হয়েছে ও মামলার প্রক্রিয়া চলমান।

মার্চ ০৬, ২০২৪, at ১২:৫৮ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়