ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাইন্স ক্লাবের আয়োজনে প্রথমবারের মতো দিনব্যাপী সাইন্স অলিম্পিয়াড উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া ভবনে এ উৎসব আয়োজিত হয়। এতে বিশ্ববিদ্যালয়সহ স্কুল ও কলেজের প্রায় অর্ধ সহস্র শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
জানা যায়, বিজ্ঞান উৎসবে স্কুল ও কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পৃথক সাইন্স অলিম্পিয়াড, ট্রেজার হান্ট, পোস্টার প্রেজেন্টেশন ও রুবিকস কিউব এ চারটি সেগমেন্টের আয়োজন ছিলো। পরে পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, এপ্লাইড ক্যামেস্ট্রি এন্ড ক্যামিকেল ইন্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরীফ মোহাম্মদ আল রেজা অধ্যাপক ড. মিনহাজউল হক ও এপ্লাইড নিউট্রেশন এন্ড ফুড টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক সাম্মী আক্তার। অনুষ্ঠানে স্পিকার হিসেবে হিসেবে ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান আলী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবন বাঁচাতে ও সাজাতে বিজ্ঞানের সবচেয়ে বড় অবদান। জীবন সুন্দর করতেও বিজ্ঞানের ভূমিকা অপরিসীম। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে মেশিনের সাথে প্রতিযোগিতা করে আসাদের বাঁচতে হবে। তাই জীবন ও পরিবেশ বাঁচাতে এবং প্রতিযোগিতার যুগে বাঁচলে হলে আমাদের বিজ্ঞান জানতে হবে। অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, ডীন, জীববিজ্ঞান অনুষদ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।