সাতক্ষীরা ভোমরা কাস্টমস হাউজ দ্রুত চালু করা ও আমদানিযোগ্য সকল পণ্যের অনুমতি প্রদান সহ চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় ভোমরা স্থলবন্দরে কাস্টমস হাউজ বাস্তবায়ন কমিটির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে সভাপতিত্ব করেন, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন।
মানববন্ধনে ভোমরাকে স্মার্টবন্দরে রুপান্তরের দাবি জানিয়ে বক্তারা বলেন, সব ধরনের পন্য আমদানি সহ বন্দরটি ২৪ ঘন্টা খোলা রাখার ব্যবস্থা করতে হবে। কাস্টমস হাউজ দ্রুত তৈরী করে আমদানি ও রফতানি কার্যক্রম বেগবান করা সহ চাঁদাবাজি বন্ধ করারও দাবি জানান তারা। মানববন্ধনে সিএ্যান্ডএফ অ্যাসোসিয়েশন সহ আরও অংশ নেয় সিএ্যান্ডএফ কর্মচারী অ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন সহ সংশ্লিষ্ট কয়েকটি সংগঠন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।