নেতাকর্মীদের উজ্জীবিত করতে নেতৃত্বের বদল

আগের সংবাদ

নতুন দামে সয়াবিন তেল বিক্রি শুরু

পরের সংবাদ

ভিসা জটিলতায় বাঁধন

প্রকাশিত: মার্চ ৪, ২০২৪ , ১১:৪৬ পূর্বাহ্ণ আপডেট: মার্চ ৪, ২০২৪ , ১১:৪৬ পূর্বাহ্ণ

ভারতের কর্ণাটক চলচ্চিত্র একাডেমি আয়োজিত ১৫তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল জুরি হওয়ার আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ২৯ ফেব্রুয়ারি থেকে উৎসব শুরু হলেও ভিসা জটিলতার কারণে নির্ধারিত সময়ে উৎসবে উপস্থিত হতে পারেননি ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত এ অভিনেত্রী।

আজমেরী হক বাঁধন বলেন, ‘আশা করছি, রবিবার দুপুরের মধ্যেই ভিসা হাতে পাব। হয়তো সোমবার থেকে উৎসবে যোগ দিতে পারব। আমার সঙ্গে আয়োজকরা নিয়মিত যোগাযোগ রাখছেন। সেই সঙ্গে দূতাবাসেও কথা বলছেন তারা। আমার জন্য এখনো হোটেল বুকিং রেখেছেন, বিমানের টিকিট রেখেছেন।’

তিনি আরও বলেন, ‘এটি ভারতের একটি স্টেটের সরকারি চলচ্চিত্র উৎসব। সে দেশের সরকারই সব ব্যবস্থা করছে। আমাকে কিছু করতে হচ্ছে না। উৎসব চলবে ৭ মার্চ পর্যন্ত। আশা করছি, তার আগেই সেখানে পৌঁছার সুযোগ পাব।’

মার্চ ০৪, ২০২৪, at ১১:৩৮ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়