বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রের উদ্দ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আগের সংবাদ

দালালসহ বহিরাগতদের প্রবেশ বন্ধ হলেও থেমে নেই তাদের কার্যক্রম!

পরের সংবাদ

যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শাহীনের দাফন সম্পন্ন

প্রকাশিত: মার্চ ৩, ২০২৪ , ১০:১৯ অপরাহ্ণ আপডেট: মার্চ ৩, ২০২৪ , ১০:১৯ অপরাহ্ণ

যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শাহানুর আলম শাহীনের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। তারপর তার মরাদেহ গ্রামের বাড়ি চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রামে নেয়া হয়। সেখানে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। তারপর মল্লিকবাড়ি পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গত শনিবার বিকালে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্ট এ থাকাকালীন সময়ে তিনি মৃত্যুবরণ করেন।

যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার নামাজে জানাযায় অংশ নেন জেলা জর্জ শেখ নাজমুল আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্ত্তজা ছোট, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, এ এস এম হুমায়ুন কবির তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সদস্য অ্যাডভোকেট জাফর সাদিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু।

অ্যাডভোকেট শাহানুর আলম শাহীন গত সপ্তাহে ব্রেন স্ট্রোক করেন। প্রথমে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাটালে লাইফ সাপোর্টে ছিলেন। তারপর যশোর শামর্স-উল-হুদা স্টেডিয়াম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়।

মার্চ ০৩, ২০২৪, at ২২:১০ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়