শিবগঞ্জে দাখিল পরীক্ষার উত্তরপত্র ফটোকপির দায়ে ব্যবসায়ীর ১০দিনের কারাদন্ড

আগের সংবাদ

যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শাহীনের দাফন সম্পন্ন

পরের সংবাদ

বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রের উদ্দ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: মার্চ ৩, ২০২৪ , ৯:৪০ অপরাহ্ণ আপডেট: মার্চ ৩, ২০২৪ , ৯:৫৩ অপরাহ্ণ

বাংলাদেশ উন্মক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) যশোর আঞ্চলিক কেন্দ্রের উদ্দ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক কর্ম পরিকল্পনার অংশ হিসেবে গত শনিবার দিনব্যাপি আঞ্চলিক কেন্দ্রের ক্যাম্পাসে এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় যশোর আঞ্চলিক ও অধিনস্থ উপ আঞ্চলিক কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মাচারী অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক বিষ্ণুপদ ভৌমিক। এ সময় আঞ্চলিক কেন্দ্রের অধীনস্থ ৬ টি উপ আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে আঞ্চলিক পরিচালক বিষ্ণুপদ ভৌমিক বলেন, জাতীয় জীবনে ক্রীড়া বা খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা জীবনের অন্যতম একটি চাহিদা বা প্রক্রিয়া। খেলাধুলা জীবন গঠনে ও প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে বিশেষভাবে সাহায্য করে। জয়-পরাজয় খেলার মূখ্য উদ্দেশ্য নয়। জয়-পরাজয়ের পথ ধরে প্রতিযোগিতা সৃষ্টি এবং প্রতিযোগিতার ফলে খেলার মান উন্নয়ন এবং একে অপরকে জানার সুযোগ হয়। বিষ্ণুপদ ভৌমিক আরও বলেন, সুস্থ দেহে সুস্থ মন মানিসকতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর আমাদের বার্ষিক কর্ম পরিকল্পনায় বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা রাখতে হবে।

এসময় হাড়ী ভাঙ্গা, বাস্কেটবল নিক্ষেপ, বেলুন ফুটানো, মহিলা কর্মকর্তা ও কর্মচারীদের মোমবাতি প্রজ্জ্বলন, চেয়ার সেটিং, ঝুড়িতে বল নিক্ষেপ, গান, কবিতা আবৃত্তি, কৌতুক, নাচ, একক অভিনয়সহ বেশ কিছু ইভেন্ট অনুষ্ঠিত হয়।

সকাল ৯ টা থেকে বিভিন্ন ইভেন্টের খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে বিকাল ৪ টায় পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মার্চ ০৩, ২০২৪, at ২১:৩৫ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়