শিবগঞ্জে দাখিল পরীক্ষার ইংরেজী ১মপত্রের পরীক্ষা চলাকালে আলিয়ারহাট কেন্দ্রের পার্শে উত্তরপত্র ফটোকপি করার দায়ে এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার পরীক্ষা চলাকালীন সময়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তাহমিনা আক্তার এই আদেশ দেন ।
জানা যায়, আলিয়ারহাট ডিইউএস ফাযিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা চলাকালীন কেন্দ্রের পার্শ্বে আলিয়ারহাট বাজারের মা স্টুডিও এন্ড ফটোকপির দোকানের স্বত্বাধিকারী আতিকুল ইসলাম (২৭) দাখিল পরীক্ষার ইংরেজী ১ম পত্রের উত্তরপত্র ফটোকপি করার সময় তার দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওই ব্যবসায়ীকে পরীক্ষার উত্তরপত্রের ফটোকপিসহ হাতে নাতে আটক করে প্রশাসন। আটককৃত আতিকুল ইসলাম উপজেলার সোনাদেউল গ্রামের শাহজাহান আলীর পুত্র।
এব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, প্রশ্নপত্রের উত্তর তার দোকানে ফটোকপি করার সময় ওই ব্যবসায়ীকে হাতে নাতে ধরে এ সাজা দেওয়া হয়েছে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে এমন অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।