ইবির বাসে বহিরাগত তুলতে প্রতিবাদ করায় মারধরের শিকার শিক্ষার্থী

আগের সংবাদ

শিবগঞ্জে বৃক্ষরোপন করলো প্রিমিয়াম চ্যারিটি অর্গানাইজেশন

পরের সংবাদ

সাতক্ষীরায় জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা’র শুভ উদ্বোধন

প্রকাশিত: মার্চ ৩, ২০২৪ , ৮:০৪ অপরাহ্ণ আপডেট: মার্চ ৩, ২০২৪ , ৮:০৪ অপরাহ্ণ

সাতক্ষীরায় জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৩ -২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ ক্রিকেট প্রতিযোগিতা’র উদ্বোধন করা হয়। জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক, সাঈদুর রহমান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রিকেট প্রতিযোগিতা’র শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীকেট সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দিবা খান সাথী, পৌর ১ নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আব্দুল মান্নান, লুৎফর রহমান সৈকত, মীর মাহমুদ হাসান মুক্তি, ইকবাল কবির খান বাপ্পী, শিমুন সামস, শেখ হেদায়েতুল ইসলাম।

উদ্বোধনী ম্যাচে জামালপুর জেলা দল বনাম সিলেট জেলা দল অংশ নেয়। এসময় প্রধান অতিথি বলেন, একদিন বিশ্বকাপ জয় করবে এ দেশের খেলোয়াররা। সুস্থ জীবন যাপনে খেলা ধুলার কোন বিকল্প নেই। ক্রিকেট খেলার মাধ্যমে দেশের মান বিশ্বের দরবারে পরিচয় করিয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী আক্তার হোসেন।

মার্চ ০৩, ২০২৪, at ১৮:৫৬ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়