ঝিনাইদহের মহেশপুর থেকে পাঁচ কেজি স্বর্ণের বার উদ্ধার

আগের সংবাদ

ইবিতে রাজশাহী ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায়

পরের সংবাদ

পাবিপ্রবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অর্থনীতি বিভাগ

প্রকাশিত: মার্চ ২, ২০২৪ , ৭:৪৭ অপরাহ্ণ আপডেট: মার্চ ২, ২০২৪ , ৭:৪৭ অপরাহ্ণ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ৭তম আন্তঃবিভাগ ভাষা বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অর্থনীতি বিভাগ।

শনিবার বিকাল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের বন্দে আলী মিয়া মুক্তমঞ্চে পাস্ট ডিবেটিং সোসাইটি এর আয়োজনে এবারের আন্তঃবিভাগ ভাষা বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ এর ফাইনাল অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতায় স্থাপত্য বিভাগের পক্ষ থেকে বাকযুদ্ধে অংশগ্রহণ করেন খন্দকার নিশাত তাসনিম, ফেরদৌস হাসান এবং মোবাশ্বিরা গালিবা তন্নি। অপরদিকে অর্থনীতি  বিভাগের পক্ষ থেকে অংশগ্রহণ করেন নুরুন্নাহার ইয়াসমিন নুপুর, ঊর্মি পারভীন মৌ এবং শিহাব হোসেন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল “একুশের চেতনা একুশেই সীমাবদ্ধ ” এতে সরকারি দলের হয়ে অংশগ্রহণ করে স্থাপত্য বিভাগ।

অন্যদিকে বিতর্কে বিরোধী দলের হয়ে অংশগ্রহণ করে অর্থনীতি বিভাগ। এতে যুক্তিতর্কের মারপ্যাঁচে স্থাপত্য  বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অর্থনীতি বিভাগ। ফাইনালের সেরা বিতার্কিক নির্বাচিত হন বিরোধীদলের বিতার্কিক নুরুন্নাহার ইয়াসমিন নুপুর।

উল্লেখ্য, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বিজিত এবং বিজয়ী দলকে পুরস্কৃত করেন।

মার্চ ০২, ২০২৪, at ১৯:৪৩ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়