বিজিবি ৫৮’র তৎপরতায়
বিজিবি ৫৮’র তৎপরতায় ঝিনাইদহের মহেশপুর থেকে পাঁচ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, চোরাকারবারীরা মহেশপুরের মাটিলা এলাকা দিয়ে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে সীমান্তে গমন করবে। এ প্রেক্ষিতে অধিনায়কের নেতৃত্বে মাটিলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৫১ হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ্যাম্বুশ স্থাপন করে।
গোয়েন্দা তথ্যের বর্ণনা মোতাবেক আনুমানিক বেলা পৌনে ১২ টার সময় চোরাকারবারী সীমান্ত সংলগ্ন কৃষিজমিতে কাজ করার বাহানায় স্বর্নের চালানটি নেয়ার চেষ্টাকালে এ্যাম্বুশ দল চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা প্যাকেটটি ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরবর্তীতে টহলদল কর্তৃক উক্ত স্থান হতে সাদা প্যাকেটে মোড়ানো অবস্থায় ০৫টি স্বর্ণের বার (প্রতিটি ০১ কেজি করে সর্বমোট ০৫ কেজি) উদ্ধার করে। স্বর্নের বার ০৫টি যথাযথ প্রক্রিয়ায় জমা করণের কার্যক্রম এবং পলাতক আসামীর বিরুদ্ধে মামলা করনের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত স্বর্নের বারের সিজার মূল্যে-৪,৩৫,০৯,৯৪৫/-(চার কোটি পঁয়ত্রিশ লক্ষ নয় হাজার নয়শত পঁয়তাল্লিশ) টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৫৮’র পিএসজি,জি+ পরিচালক, অধিনায়ক এইচ এম সালাহ্উদ্দিন চৌধুরী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।