সাতক্ষীরা কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগের সংবাদ

কপিলমুনির কপোতাক্ষ নদের মালামাল উঠা-নামার ঘাট

পরের সংবাদ

ক্যান্টনমেন্ট থানায় দেশীয় অস্ত্র-গুলিসহ একজনক গ্রেফতার

প্রকাশিত: মার্চ ২, ২০২৪ , ৫:০৮ অপরাহ্ণ আপডেট: মার্চ ২, ২০২৪ , ৫:০৮ অপরাহ্ণ

রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেফতার করেছে ক্যান্টনমেন্ট  থানা পুলিশের একটি দল।

এসময় গ্রেফতারকৃত আসামী আসলামের হেফাজত থেকে ১টি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও ২টি ছুরি উদ্ধার করেন পুলিশ।

গত শুক্রবার রাতে ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ শাহীনুর রহমান জানান, শুক্রবার রাতে ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মাটিকাটা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয় স্থানীয় দুইটি গ্রুপ। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায় ক্যান্টনমেন্ট থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলিসহ আসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় মামলা রুজু হয়েছে।

মার্চ ০২, ২০২৪, at ১৭:০৫ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়