“সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্যে সামনে রেখে সারা দেশের ন্যায় বগুড়ার শিবগঞ্জে পালিত হলো ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস।
উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে শনিবার সকালে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের করে। র্যালীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ প্রমুখ।
পরে নতুন ভোটারদের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ করেন ও নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার উদ্বোধন করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।