বগুড়ার শিবগঞ্জে পিতার জায়গা রক্ষার্থে কাফনের কাপড় নিয়ে রাস্তায় অবস্থান নেয় পিতা-পুত্র। শুক্রবার সকাল ৮টায় পূর্বজাহাঙ্গীবাদ গ্রামে এ ঘটনা ঘটে। কাফনের কাপড় পরা বৃদ্ধ মোখলেছার রহমান ও তার পুত্র আব্দুর রহিমের নিকট হতে পুলিশ কর্তৃক কাফনের কাপড় উদ্ধার।
জানা যায়, পূর্বজাহাঙ্গীরাবাদ গ্রামে আব্দুর রহিম এর বসত বাড়ির পাশ দিয়ে ওই গ্রামর লোকজন দীর্ঘদিন যাবৎ চলাফেরা করে। কিন্তু রাস্তাটি কাঁচা হলেও ঢালাই করে নতুন করে রাস্তার সংস্কার কাজ শুরু করে অত্র ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম। রহিম প্রথমদিকে রাস্তার কাজে বাঁধা প্রদান করেন এবং বিভিন্ন দপ্তরে অভিযোগ দেন। বিষয়টি নিয়ে শনিবার শাসিল বৈঠক করার কথা থাকলেও তড়িঘড়ি করে শুক্রবার রাস্তার কাজ করতে থাকে। এদিকে আব্দুর রহিম ও তার বাবা কাফনের কাপড় ও পেট্রোল নিয়ে রাস্তায় অবস্থান নেয়। এসময় ৯৯৯ ফোন পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল হতে আব্দুর রহিম ও তার বাবাকে আশ্বস্ত করে এবং ভুক্তভোগীদের কাছ থেকে কাফনের কাপড় ও পেট্রোল পুলিশের নিয়ন্ত্রণে নেয়।
আব্দুর রহিম বলেন, পিতার জায়গা রক্ষার্থে প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিবো। আমাদের জায়গা ব্যতিত সরকারি ম্যাপ অনুযায়ী রাস্তার কাজ করার জন্য প্রশাসনের নিকট আবেদন করছি। তিনি আরো বলেন, দুলাল, আব্দুর রাজ্জাক ও হানিফ আমাকে ভয়-ভীতি প্রদান করে আসছে। তারা আমাকে হুমকি দিচ্ছে।
এব্যাপারে রাজ্জাক বলেন, এই রাস্তা দিয়ে দীর্ঘদিন যাবৎ আমিসহ গ্রামের সাধারণ মানুষ চলাচল করে আসছে। আজ রাস্তায় ঢালায় কাজ চলছে। হঠাৎ করে আব্দুর রহিম ও তার বাবা মোকলেছার রহমান কাফনের কাপড় নিয়ে রাস্তায় অবস্থান নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি আমি জানার পর রাস্তার কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।