প্রধানমন্ত্রীর কার্যালয়ে বক্তব্য দিলেন যশোরের এসপি প্রলয় কুমার

আগের সংবাদ

সাতক্ষীরায় মহাসড়কের পাশে প্রতিনিয়ত ফেলা হচ্ছে মরা গরু, দূর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা

পরের সংবাদ

ইবিতে বিবস্ত্র করে র‌্যাগিংয়ের ঘটনাই পৃথক দুইটি গণবিজ্ঞপ্তি

প্রকাশিত: মার্চ ১, ২০২৪ , ৬:১৭ অপরাহ্ণ আপডেট: মার্চ ১, ২০২৪ , ৬:৩৫ অপরাহ্ণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের গণরুমে এক শিক্ষার্থীকে বিবস্ত্র করে রাতভর র‌্যাগিংয়ের ঘটনায় তথ্য চেয়ে  দু’টি পৃথক উন্মুক্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় ও লালন শাহ হল প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসন শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মাকে গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক করে স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি লালন শাহ হলের ১৩৬ নং (গণরুম) ঘটে যাওয়া র‌্যাগিংয়ের ঘটনার যাচাই বাছাইকল্পে অধ্যাপক ড. দেবাশীষ শর্মাকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উক্ত ঘটনায় কারো কোনো বক্তব্য থাকলে অথবা কেউ প্রত্যক্ষদর্শী থাকলে আগামী ৫ মার্চ এর মধ্যে কমিটির আহ্বায়কের নিকট লিখিত বা মৌখিকভাবে জানানোর অনুরোধ করা হয়েছে। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও নিশ্চয়তা দিয়েছেন কতৃপক্ষ।

এদিকে লালন শাহ হল প্রশাসন গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ড. আলতাফ হোসেন স্বাক্ষরিত আরেকটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছ। সেখানে ১৩৬ নং গণরুমে র‌্যাগিংয়ের বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে আগামী ৪ মার্চ দুপুর ২টায় প্রভোস্ট কার্যালয়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকার দেওয়ার অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি ইবির লালন শাহ হলের গণরুমে (১৩৬ নং কক্ষ) এক শিক্ষার্থীকে বিবস্ত্র করে রাতভর র‌্যাগিং ও মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় অভিযুক্তরা হলেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুদাচ্ছির খান কাফি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সাগরসহ ৪ জন।

মার্চ ০১, ২০২৪, at ১৮:১৫ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়