যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের শুড়া গ্রাম। প্রায় ২০০‘শ হিন্দু পরিবারের পূজা-অর্চনা করার জন্য রয়েছে একটি রাধাগোবিন্দ মন্দির। সেখানে যাওয়া-আসার নেই কোনো নির্দিষ্ট রাস্তা। রয়েছে জমির আইলের মতো আর ঝোপঝাড়ে ঘেরা সরু পথ। সারাবছরই পথটি নরম কাদামাটির কারণে চলাচলের অযোগ্য থাকে। এতে মন্দিরের ভক্ত ও দর্শনার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অবশেষে, র্দীঘদিনের সেই ভোগান্তির অবসান ঘটিয়ে রাস্তার মাটি ভরাট কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ গ্রামে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষে এ কাজের উদ্বোধন করেন, যুবলীগ নেতা মাজহারুল ইসলাম মাজহার। মন্দির কমিটির সভাপতি রাজেশ্বর বিশ্বাস বলেন, মন্দির প্রতিষ্ঠার প্রায় এক যুগেও নির্দিষ্ট কোনো রাস্তা ছিলোনা। স্থানীয় জনপ্রতিনিধিরা শুধু আশ্বাসই দিয়ে গেছেন। বিষয়টি জানতে পেরে যুবলীগ নেতা মাজহারুল ইসলাম মাজহারের মাধ্যমে নিজস্ব তহবিল থেকে এমপি কাজী নাবিল আহমেদ ১ লাখ টাকা প্রদান করেন। এবং সংস্কারের কাজ শুরু করতে বলেন ও যদি আরো অর্থ প্রয়োজন হয় তা দেওয়ার আশ্বাস প্রদান করেন।
এ0সময় আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও মন্দির কমিটির সাধারণ সম্পাদক নিহার সরকার, ইউনিয়ন যুবলীগ নেতা মিহির সরকার, আওয়ামী লীগ নেতা মহিতোস, অমরেশ, নিশি, সাহাবার হোসেন শিয়াব, ইছালী ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও ইউপি সদস্য যুবলীগ নেতা শামিম, মামুন প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।