ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ ইউনিটের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৬ মার্চ। ওইদিন বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
গত বুধবার নির্বাচনের আহ্বায়ক গণিত বিভাগের অধ্যাপক ড. আনিচুর রহমান, সদস্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক কে এম শরফুদ্দীন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামি ২ মার্চ (অনলাইনে)। ৩ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। অন্যদিকে নির্বাচনে পদ প্রত্যাশীরা আগামী ৪ মার্চ সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। এ ছাড়াও ৫ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১২ টা পর্যন্ত প্রার্থীরা প্রত্যাহার করতে পারবেন। ওইদিন দুপুর ২টায় নির্বাচনের আহ্বায়ক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন। ৬ মার্চ ভোট গ্রহণ শেষে বিকাল ৩ টায় ভোট গণণা শুরু হবে।
নির্বাচনের আহ্বায়ক অধ্যাপক ড. আনিচুর রহমান বলেন, তপশিল ঘোষণা করা হয়েছে সাধারণ সম্পাদক ও সভাপতির পদের জন্য। এদিকে আমাদের প্রস্তুতি সম্পন্ন। এ নির্বাচনটা মূলত দুই বছর অন্তর অন্তর হয়ে থাকে। সামনে বড় কোনো বাঁধা বিপত্তির চ্যালেঞ্জ আছে বলে মনে হয় না। সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করতেছি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।