প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২৪ , ৮:৩৫ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২৯, ২০২৪ , ৮:৩৫ অপরাহ্ণ
“সুবর্ণ জয়ন্তীর অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়বে রোভার” স্লোগানকে সামনে রেখে পহেলা মার্চ থেকে ৫ মার্চ ঢাকা গাজীপুরের বাহাদুরপুরে শুরু হচ্ছে সুবর্ণ জয়ন্তী রোভার মুট -২০২৪। প্রথমবারের মতো এতে অংশ নিচ্ছে ৯ সদস্যের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) রোভার স্কাউট দল।
গত বুধবার রাত সাড়ে ১১ টায় যবিপ্রবি ক্যাম্পাস হতে যাত্রা শুরু করে সকাল ৬ টায় ঢাকার রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র গাজীপুরে পৌঁছায় যবিপ্রবি রোভার স্কাউটের সদস্যরা। আগামী পহেলা মার্চ থেকে শুরু হতে যাওয়া রোভার মুটে অংশ নিচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠান হতে আসা রোভাররিয়ানরা। যশোরের বিভিন্ন প্রতিষ্ঠান হতে নির্দিষ্ট সংখ্যক সদস্যদের ১০ টি দল এই রোভার মুটে অংশ নিয়েছে।
যবিপ্রবি রোভার স্কাউট দলের নেতৃত্ব দিচ্ছেন রোভার স্কাউট নেতা ও সম্পাদক এবং যবিপ্রবি শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক আব্দুল ওয়াহেদ। তিনি বলেন, প্রতি চার বছর অন্তর অন্তর এই রোভার মুট হয়ে থাকে। তবে করোনার কারণে গত ২০২২ সালে হওয়ার কথা থাকলেও ২০২৪ সালে এসে এই সুবর্ণ জয়ন্তী রোভার মুট পালিত হবে। এখানে এসে আমাদের সবারই খুব ভালো লাগছে। আমরা যবিপ্রবি হতে প্রথমবার অংশ নিচ্ছি। আশা করি আমাদের রোভাররা এখান থেকে অনেক কিছু শিখবে ও আরও দক্ষ হয়ে নিজেদের গড়ে তুলবে। যবিপ্রবির মাননীয় উপাচার্য স্যারের সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় আমরা এই রোভার মুটে অংশ নিতে পেরেছি তাই স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। একদিন আমরা দেশসেরা রোভার স্কাউট হবো এই আমাদের প্রত্যাশা।
উল্লেখ্য,যবিপ্রবিতে রোভার স্কাউট গ্রুপ যাত্রা শুরু করেছে গতবছর। এই কম সময়ে দীক্ষাগ্রহণ, তাঁবুবাসসহ নানা কার্যক্রম শেষ করে এই প্রথমবার এমন বড় আয়োজনে অংশ নিচ্ছে যবিপ্রবি রোভার স্কাউট দলটি। ‘সুন্দর জীবনের জন্য স্কাউটিং’ স্লোগানকে ধারণ করে গত 0২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দীক্ষা গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছিল যবিপ্রবি রোভার স্কাউট গ্রুপ।
ফেব্রুয়ারি ২৯, ২০২৪, at ২০:২৩ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।