প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২৪ , ৩:৫১ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২৯, ২০২৪ , ৩:৫১ অপরাহ্ণ
যশোরের ঝিকরগাছায় পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবা সহ ইব্রাহিম হোসেন (৩৫) নামে এক যুবক আটক হয়েছে। আটক ইব্রাহিম গদখালি ইউনিয়নের নীলকন্ঠনগর গ্রামের আবুল হোসেনের ছেলে।
ঝিকরগাছা থানা সূত্রে জানা যায়, যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় এর নির্দেশক্রমে ঝিকরগাছা থানা পুলিশ গত বুধবার ঝিকরগাছা থানাধীন গদখালী টু পানিসারা রোডে পটুয়াপাড়া স্কুল মোড়ে রফিকুল ইসলামের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে কুখ্যাত মাদক ব্যবসায়ী ইব্রাহিম হোসেনকে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভুইঁয়া বলেন, আটক ইব্রাহিম এর নামে এর আগেও ১২টি মাদক মামলা আছে। জামিনে থেকে সে ইয়াবার ব্যবসায় করছিলো। তার বিরুদ্ধে মাদক মামলায় আরেকটি মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
ফেব্রুয়ারি ২৯, ২০২৪, at ১৫:৪৮ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।