ইবিতে নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে তৌহিদুল-তাসনিম

আগের সংবাদ

ঝিকরগাছায় বিদেশি পেঁয়াজ চাষ করে স্বাবলম্বী হয়েছেন মিকাইল হোসেন

পরের সংবাদ

শার্শায় কিশোর-কিশোরী ক্লাবের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৪ , ১০:২২ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৪ , ১০:২২ অপরাহ্ণ

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে উপজেলা পর্যায়ে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় সারা দেশের ন্যায় যশোরের শার্শায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১০ টার সময় শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে এলাকার বিভিন্ন কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শার্শা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত কবিতা আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতায় পৃথকভাবে শেখ কণিকাকে সেরা পুরস্কার তুলে দেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু ও নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধূরী, সামাজিক ব্যক্তিত্ব ওহিদুল ইসলাম পটু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনির হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে ফটোসেশন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়