“স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হলো জাতীয় স্থানীয় সরকার দিবস। দিবসটি উপলক্ষে এক র্যালী বের করে উপজেলা প্রশাসন।
র্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।
এসময় বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, আব্দুল মোত্তালিব মোল্লা, শফিকুল ইসলাম শফি, মহিদুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আহসান হাবীব সবুজ, জাহেদুল ইসলাম, বেলাল হোসেন প্রমুখ।
উক্ত সভায় বক্তারা স্থানীয় সরকারের সেবাকে সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।