প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৪ , ৭:০৮ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৪ , ৭:০৮ অপরাহ্ণ
রায় সাহেব বিনোদ বিহারী জনকল্যাণ ট্রাস্ট, ব্যবসায়ীসহ সুধীবৃন্দের পৃষ্ঠপোষকতায় ঐতিহ্যবাহী কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (কেকেএসপি) পরিচালনায় (৮ দলীয় নক্ আউট) রায় সাহেব বিনোদ বিহারী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’২৪ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন পাইকগাছা-কয়রা (খুলনা ৬) আসনের সংসদ সদস্য রশীদুজ্জামান। উদ্বোধন অনুষ্ঠানে এমপি রশীদুজ্জামান বলেন, খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল খেলা আমার খুব প্রিয়। আর খেলার মাধ্যমে বাংলাদেশ আজ সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। আমাদের সোনার ছেলেরা ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশকে সম্মানিত করেছে। ফুটবলকে আরো গতিশীল করতে হবে। আমাদের জাতীয় খেলা ফুটবলেও এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, আজ আমরা গর্ব করে বলতে পারি খেলাধুলায় বাংলাদেশ পিছিয়ে নেই। খেলাধুলা মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। তাই সব শ্রেণী-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ দিতে হবে। তবেই আগামী দিনে আমরা সুস্থ ও মেধাসম্পন্ন জাতি উপহার পাব।
কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল এন্ড কলেজ মাঠে কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কেকেএসপির পরিচালনায় অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মমতাজ বেগম (নির্বাহী ম্যাজিস্ট্রেট,পরিবেশ অধিদপ্তর), পাইকগাছা উপজেলা আ,লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পাইকগাছা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রায় সাহেব বিনোদ বিহারী জনকল্যাণ ট্রাষ্টের সভাপতি মুহাম্মদ আল-আমিনের সভাপতিত্বে ও কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনের পরিচালনায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা বাবু আনন্দ মোহন বিশ্বাস ও কেকেএসপির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা, কপিলমুনি ও হরিঢালী আওয়ামীলীগের নেতাকর্মীরা।
ফেব্রুয়ারি ২৩, ২০২৪, at ১৯:০৪ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।