ডিজিটাল প্রযুক্তির উপর নির্ভর করে দেশের ২০ লাখ তরুন তরুনী কর্মসংস্থানের সুযোগ পেয়েছে

আগের সংবাদ

শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ দিলে সুস্থ ও মেধাসম্পন্ন জাতি উপহার পাব-এমপি রশীদুজ্জামান

পরের সংবাদ

কবি অলোক বসুর ‘প্রিয়তমাকে বলা শেষ কথা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৪ , ৬:৪৬ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৪ , ৬:৪৬ অপরাহ্ণ
যশোরের আঞ্চলিক ভাষার উদীয়মান কবি ও গীতিকার অলোক বসু বাপীর ‘প্রিয়তমাকে বলা শেষ কথা’ নামের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ওই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন।
বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহকারী অধ্যাপক মশিউর রহমান এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। মোড়ক উন্মোচন উদযাপন কমিটির আহবায়ক উৎপল দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, কবি ও সব্যসাচী লেখক মুহম্মদ শফি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান খান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, সহকারী অধ্যাপক তাপস মজুমদার, সহকারী অধ্যাপক কানাই লাল ভট্টাচার্য, কবি তাপস দে, কবি নজরুল ইসলাম খান, কবি প্রণব মন্ডল মানব, সাংস্কৃতিক সংগঠক উজ্জ্বল ব্যানার্জী, নাট্যকর্মী কার্তিক রায়, পলাশ সিংহ, উদযাপন কমিটির সদস্য সচিব অমিয় কুমার পাল প্রমুখ।

অনুভূতি প্রকাশ করেন ‘প্রিয়তমাকে বলা শেষ কথা’ কাব্যগ্রন্থের লেখক অলোক বসু বাপী। এটি কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ। বিভিন্ন কবি-সাহিত্যিকদের উপস্থিতি এ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

ফেব্রুয়ারি ২৩, ২০২৪, at ১৮:৩৮ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়