যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় একজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। ১ হাজার ২৪৮ জন পরীক্ষায় অংশ নেয়নি। বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা সম্পন্ন হয়। তবে, পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ করা সম্পন্ন হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, ‘ইংরেজি দ্বিতীয়পত্রে যশোর শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৯ হাজার ৭৪ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৪৭ হাজার ৮২৬ জন। অনুপস্থিত ১ হাজার ২৪৮ জন। পরীক্ষায় অংশ না নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে খুলনায় ১৪১, বাগেরহাটে ৮২, সাতক্ষীরায় ৯৩, কুষ্টিয়ায় ১৪১, চুয়াডাঙ্গায় ১১৯, মেহেরপুরে ৭২, যশোরে ২১৩, নড়াইলে ৭৬, ঝিনাইদহে ২০৪ ও মাগুরায় ১০৭ জন রয়েছে। এছাড়াও ঝিনাইদহের বেনিপুর- ৩৩১ কেন্দ্রে একজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।