প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৪ , ৮:৫৬ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৪ , ৮:৫৬ অপরাহ্ণ
সাতক্ষীরা তালা উপজেলার সুভাষিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ির ড্রেন নির্মাণ করে নিয়েছে এবং সীমানা প্রাচীর দিতে দিচ্ছেনা শেখ আমিনুর রহমান নামে এক ব্যবসায়ী এমন অভিযোগ করেছেন স্কুল কর্তৃপক্ষ। তিনি স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় স্কুল কর্তৃপক্ষ কোন ভাবেই স্কুলের সীমানা প্রাচীর নির্মান করতে পারছে না।
এ ঘটনায় জেলা প্রশাসক, তালা উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ করলেও কোন প্রতিকার মিলছে না। ফলে বিপাকে পড়েছে ওই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা রানি ঘোষ ও সভাপতি রেজাউল ইসলাম সহ অবিভাবক বৃন্দ। স্কুলের প্রধান শিক্ষক রীনা রানি ঘোষ ও সভাপতি রেজাউল ইসলামসহ অনান্য শিক্ষকরা জানান, তালা উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে ১৯৮৩ সালে সুভাষিনী বাজারের কোল ঘেষে গড়ে উঠে সুভাষিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটি রাস্তার ধারে নির্মাণ হওয়ায় কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সীমানা প্রচীরের কাজ শুরু করে স্কুল কর্তৃপক্ষ। রাস্তার পশ্চিম ও উত্তর প্রান্তের আংশিক অংশ সীমানা প্রাচীর দিলেও স্থানীয় ব্যবসায়ী শেখ আমিনুর রহমানের কারনে বাকী অংশে সীমানা প্রাচীর দিতে পারছেনা স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটি। স্কুলের পূর্ব প্রান্তের সীমানায় বিলাস বহুল বাড়ী গড়ে তুলেছেন ওই ব্যবসায়ী আমিনুর। তার বাড়ীর যাতায়াতের পথ ও পানি নিষ্কাষনের জন্য কোন ব্যবস্থা না থাকায় তিনি প্রভাব খাটিয়ে স্কুলের জায়গা দখল করে নির্মাণ করেছেন পানি নিস্কাষনের ড্রেন। ফলে স্কুল কর্তৃপক্ষের সাথে চরমভাবে বির্তকে জড়িয়ে পড়েন তিনি।
প্রধান শিক্ষক স্কুলের জমি রক্ষা ও সীমানা প্রাচীরের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর বার বার লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে সরেজমিনে তদন্তে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রভাবশালীদের চাপে বিষয়টি নিয়ে কোন সুরাহ করতে পারেনি। যখনি কোন সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি সরেজমিনে যান, তখনি স্থানীয় লোকজনদের ম্যানেজ করে প্রভাব খাটিয়ে শেখ আমিনুর রহমান স্কুলের সীমানা প্রাচীদের কাজ বন্ধ করে দেন। ফলে অভিভাবক, শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে চরম উদবিগ্ন। এলাকাবাসী ও অভিভাবকরা অবিলম্বে স্কুলের জমি উদ্ধারসহ সীমানা প্রাচীর দিতে পারেন সে জন্য স্থানীয় সাংসদ ফিরোজ আহম্মেদ স্বপন, শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে অভিযুক্ত ব্যবসায়ী শেখ আমিনুর রহমান বলেন, আমার জমিতে আমি ড্রেন নির্মাণ করেছি। আমার বাড়ীর পাশ দিয়ে পিছনের মসজিদে বাজারের মুসুল্লীরা নামাজ আদায় করতে যান। সে কারনে চলাচলের জন্য রাস্তা বাদ রেখে সীমানা প্রাচীর দিতে স্কুল কর্তৃপক্ষকে বলা হয়েছে। এখানে জমি দখলের কোন প্রশ্নই উঠে না।
ফেব্রুয়ারি ২২, ২০২৪, at ২০:৪৮ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।