যশোরের দানবীর হাজী মোঃ মহসীন মাধ্যমিক ৫০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সকালে নানা আয়োজনের মধ্যে দিয়ে স্কুলের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
দুই দিন্য ব্যাপী আয়োজিত সূবর্ণ জয়ন্তী ও পূর্ণমিলনী অনুষ্ঠানের প্রথম দিন বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি যশোর সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজের অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন, হামিদপুর আল হেরা কলেজের মফিজুল ইসলাম, যশোর কলেজের অধ্যক্ষ মুস্তাফ হোসেন শিম্বা, বিদ্যালয়ের সভাপতি শেখ সালাউদ্দিন টিপু, প্রধান শিক্ষক ফজলুর রহমান, সদ্য সাবেক প্রধান শিক্ষক শাা আলম, নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শেখ সালাউদ্দিন টিপুসহ প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নিজের অনুভূতি প্রকাশ করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানকে ঘিরে প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গনে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। এক অনুভুতি দীর্ঘদিন পর একে অপরের কে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।