যশোরের মনিরামপুরে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় ঝিকরগাছা-মনিরামপুর সড়কের পট্টি জামে মসজিদের অদূরে এ ঘটনা ঘটে।
নিহত দুই ব্যক্তি হলেন, উপজেলার মামুদকাটি গ্রামের মমিন হকের ছেলে নূর মোহাম্মদ (৪৫) ও রঘুনাথপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে সবুজ
হোসেন (২৫)। নিহত নূর মোহাম্মদ পেশায় রাজমিস্ত্রি ও সবুজ ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে পালিয়েছেন চালক যাহার নাম্বার- যশোর-ট- ৯০৪। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করেছেন।
প্রত্যক্ষদর্শী মুন্না বলেন, সন্ধ্যার ১০ মিনিট আগে মোটরসাইকেল চালিয়ে দুইজন ঝিকরগাছার দিকে যাচ্ছিলেন। তাঁরা পট্টি মসজিদ পার হতেই বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের সাথে তাঁদের মুখামুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুজন রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। অপরজনকে উদ্ধার করে ঝিকরগাছা হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।
নিহত নূর মোহাম্মদের চাচাত ভাই চা বিক্রেতা মশিয়ার রহমান বলেন, সন্ধ্যার কিছুক্ষণ আগে নূর মোহাম্মদ ও সবুজ টেংরামারী বাজারে আমার দোকানে চা খেয়ে ঝিকরগাছার দিকে মোটরসাইকেলে বের হন। কিছুক্ষণ পরে শুনি ট্রাকের সাথে মুখামুখি ধাক্কা লেগে দুই জনই মারা গেছেন।
মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) গাজী মাহবুবুর রহমান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে খেদাপাড়া ক্যাম্পের পুলিশ উপস্থিত
আছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।