বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আগের সংবাদ

মাগুরায় যথার্থ মর্যাদায় ভাষা শহীদ দিবস পালিত

পরের সংবাদ

সাতক্ষীরায় দিনে দুপুরে চুরি, আটক চোর

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৪ , ৬:৩৩ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৪ , ৬:৩৩ অপরাহ্ণ

সাতক্ষীরায় দিনে দুপুরে চুরি করে পালানোর সময় পাপিয়া খাতুন (৩০) নামে এক মহিলা চোরকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। এ সময় তার দেহ তল্লাসি করে ৭পিস ইয়াবা ট্যাবলেট ও পাওয়া যায়।

বুধবার দুপুরে সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। চোর পাপিয়া খাতুন বকচরা গ্রামের খোরশেদের মেয়ে। সে স্বামীকে নিয়ে শহরে আমতলা মোড়ে ভাড়া থাকে।

স্থানীয় এলাকাবাসি আমিনুর রহমান আলম জানান, তার ফুফাতো ভাই কামরুলের বাসা মুনজিতপুরে। বাড়িতে কেউ না থাকার সুযোগে সে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দা দিয়ে আলমারি ভেঙ্গে মুল্যবান জিনিস পত্র নিয়ে পালানোর সময় স্থানীয় জনতা তাকে আটক করে। তাকে মাদবদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে সোপর্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরির ঘটনাই স্থানীয় জনতা চোর পাপিয়া খাতুনকে আটক করে আমাদেরকে খবর দেয়। আমরা ঘটনাস্থল থেকে তাকে আটক করি এবং তার দেহ তল্লাসি করে সাত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করি।

ফেব্রুয়ারি ২১, ২০২৪, at ১৮:২৮ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়