আত্মপক্ষ সমর্থন ছাড়াই ইবি শিক্ষককে অবনমন করা হয়েছে- শাপলা ফোরাম

আগের সংবাদ

সাতক্ষীরার কালীগঞ্জে ইছামতি নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার 

পরের সংবাদ

নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৪ , ৭:১৮ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৪ , ৭:১৮ অপরাহ্ণ

যশোরে নিখোঁজের দুই দিন পর বাদশা মিয়া (৬৭) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে যশোর-মাগুরা সড়কের সার গোডাউনের পাশে একটি ছোট্ট গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত বাদশা মিয়া যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া আকবরের মোড় এলাকার মজিদ মিয়ার ছেলে।

নিহতের আত্মীয় তাইজুল ইসলাম বলেন, ‘নিখোঁজের দুই দিন পর আজ স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী এসে আমরা তার মরদেহ শনাক্ত করি। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।’

নিহতের প্রতিবেশী জিল্লুর রহমান ভিটু জানান, গত ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যার পর বাদশা মিয়া তার অটোরিকশা নিয়ে বের হন। গত সোমবার শহরতলীর খোলাডাঙ্গা এলাকা থেকে ব্যাটারিবিহীন অটোরিকশাটি উদ্ধার করা হয়।

ফেব্রুয়ারি ২০, ২০২৪, at ১৮:৫৮ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়