বিশিষ্টজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

আগের সংবাদ

আত্মপক্ষ সমর্থন ছাড়াই ইবি শিক্ষককে অবনমন করা হয়েছে- শাপলা ফোরাম

পরের সংবাদ

ঝিনাইদহে জাকজমক আয়োজনে বসন্ত বরণ উৎসব

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৪ , ৪:৫০ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৪ , ৪:৫০ অপরাহ্ণ

ঝিনাইদহে জাকজমক আয়োজনে বসন্ত বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সরকারী কেসি কলেজ শাখার সাংস্কৃতিক সংগঠন কসাস ক্যাম্পাস চত্বরে এ আয়োজন করে।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সাংসদ নাসের শাহরিয়ার জাহেদী মহুল। অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ১০ ষ্টলে বাহারি ও হারিয়ে যাওয়া পিঠা, পায়েস, পুলিসহ পুরোন ঐতিহ্যের মজার-মজার খাবার এ প্রজন্মের কাছে তুলে ধরা হয়। ষ্টল গুলোর দায়িত্বে ছিল কেসি কলেজের ছাত্র-ছাত্রীরা। এরসাথে ছিল কসাসের কর্মীদের সাংস্কৃতিক অনুষ্ঠিান নাচ, গান, কবিতা আবৃতি ও নাটিকা।

কলেজের অধ্যক্ষ অশোক কুমার মৌলিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কসাসের পৃষ্টপোষক ও জেলা আওয়ামীলীগের সভাপতি সাইদুল করিম মিন্টুসহ বিভিন্ন গন্যমান্য অতিথিবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাকে মাননীয় বলতে হবে না। আমি সবার আপন কাছের প্রিয় দাদাভাই হতে চাই। এ ধরনের আয়োজন সত্যিই আমাকে মুগ্ধ করেছে। এখানে এসে সেই পুরোন দিনের কথা মনে পড়ে যাচ্ছে। এমন আয়োজন বেশী বেশী হতে হবে। তার জন্য যা যা করা যায় তার সবই আমি করবো।

ফেব্রুয়ারি ২০, ২০২৪, at ১৬:৪২ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়