যশোরের ১০৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

আগের সংবাদ

জাবিতে ধর্ষণের শাস্তিসহ ৫ দফা দাবিতে মশাল মিছিল

পরের সংবাদ

সাতক্ষীরায় তিন দিন ব্যাপী ২১শে বই মেলা শুরু

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৪ , ৯:৩৮ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৪ , ৯:৩৮ অপরাহ্ণ
সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ২১শে বই মেলা। জেলা প্রশাসনের আয়োজনে ও সাতক্ষীরা পৌরসভার সার্বিক সহযোগিতায় সোমবার বিকোল ৫ টার সময় ফিতাকেটে ও ফানুস উড়িয়ে বই মেলার উদ্বোধন ঘোষনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শেখ ফিরোজ হাসান, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা নিজাম উদ্দিন, সাংবাদিক কল্যান ব্যানার্জী, মমতাজ আহম্মেদ ব্যাপী, মনিরুল ইসলাম মনিসহ প্রশাসনের উদ্ধোতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলো ছড়াতে আঁধার তাড়াতে বই পড়ি, পাঠাগার গড়ি এই স্লোগানকে সামনে রেখে তিন দিনব্যাপী অনুষ্ঠিত বই মেলায় জাতীয় ও স্থানীয় ভাবে বিভিন্ন পাবলিকেশনের মোট ২৫ স্টল অংশ নিয়েছে। ম্যানগ্রোভ পাবলিকেশন, আজাদ বুক ডিপো, ঈক্ষণ, জেলা পুলিশ, সাতক্ষীরা পৌরসভা, বীর শ্রেষ্ঠ আতাউর রহমান স্মৃতি গ্রন্থাগার, ইসলামিক ফাউন্ডেশন, আলম লাইব্রেরীসই বিভিন্ন প্রকাশনি এই বই মেলায় স্টল দিয়েছে। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু, একুশের স্মারক গ্রন্থ্যসহ বিভিন্ন গল্প, কবিতা, ছোটদের কবিতা, বই, ছড়া ও বিভিন্ন অংকনের বই স্থান পেয়েছে। আগামি ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বই মেলা।

ফেব্রুয়ারি ১৯, ২০২৪, at ২১:৩৪ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়