ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেল স্টেশনের উত্তর পাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আনুমানিক তার বয়স (৫০) বছর।
চিলাহাটি থেকে ছেড়ে আসা সিমান্ত এক্সপ্রেসে সোমবার ভোর ৫ দিকে বারবাজার রেল ষ্টেশনের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
বারবাজার রেল স্টেশন মাষ্টার মোবাশ্বের হোসেন জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা সিমান্ত এক্সপ্রেস ভোর ৫ টার সময় বারবাজার অতিক্রম করার সময় দূর্ঘটনা ঘটে। তবে লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। আজ সকালে রেলের জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে যশোর নিয়ে গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।