আগামী ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ দিবস উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠান (ইংরেজি মাধ্যমের স্কুলসহ) ও দফতরগুলোকে জাতীয় কর্মসূচির আলোকে নির্ধারিত কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফ্তর এ নির্দেশনা জারি করে।
নির্দেশনা অনুযায়ী, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও দফ্তরগুলোতে সঠিক নিয়মে সঠিক রঙ ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। সূর্যোদয়ের সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন এবং সূর্যাস্তের সময় জাতীয় পতাকা নামাতে হবে। সব শিক্ষাপ্রতিষ্ঠান ও দফ্তরগুলো ২১ ফেব্রুয়ারি প্রভাতে ৫২’র ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করবে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে সব শিক্ষাপ্রতিষ্ঠান স্ব-স্ব কর্মসূচি গ্রহণ করবে।
শিক্ষার্থীরা দিবসটির সঙ্গে সঙ্গতি রেখে কবিতা, গল্প ও সৃজনশীল লেখা লিখে এবং ছবি এঁকে শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপন করবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।