শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৯৯ পিস ইয়াবাসহ ০৩ জন আটক

আগের সংবাদ

দৌলতপুরে অবহেলিত সরকারি কলেজটিতে অবশেষে নির্মাণ হচ্ছে শহীদ মিনার

পরের সংবাদ

রামনগরে সড়ক উদ্বোধন করলেন ফরিদ চৌধুরী

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৪ , ১০:১৪ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৪ , ১০:১৪ অপরাহ্ণ

যশোর সদর উপজেলার রামনগরে পিকনিক কর্ণার সংযোগ সড়ক উদ্বোধন ও সুধী সমাবেশ করেছেন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।

রবিবার বিকালে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম গাজীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য রফিকুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল আলম ভুট্টো, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, ইউপি সদস্য মোরশেদ আলী মনু খাঁ, ইউপি সদস্য রাশেদ হোসেন, ইউপি সদস্য শরিফুল ইসলাম মিন্টু, ইউপি স সদস্য রিয়াজ উদ্দীন, ইউপি সদস্য রামপ্রসাদ রায়, ইউপি সদস্য জাহিদুল ইসলাম, ইউপি সদস্য নাসরিন খাতুন।

পরিচালনা করেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হুসাইন কবির প্রমুখ।

ফেব্রুয়ারি ১৮, ২০২৪, at ২২:০৯ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়