শহীদ মশিউর রহমান আইন মহাবিদ্যালয়ে বিদায় সংবর্ধনাসহ শিক্ষাসফর অনুষ্ঠিত

আগের সংবাদ

মাতৃভাষা দিবস ঘিরে ইবির যত আয়োজন

পরের সংবাদ

অপরাধীদের সাথে পুলিশের কোন কম্প্রোমাইজিং হবে না: যশোর পুলিশ সুপার

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৪ , ২:৪২ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৪ , ৩:০৫ অপরাহ্ণ

যশোরবাসীর জানমালের নিরাপত্তার দায়িত্ব জেলা পুলিশের। পুলিশের উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্ব, সততা ও সহসিকতার সাথে পালন করা হচ্ছে। অপরাধীদের সাথে কোন কম্প্রোমাইজিং করা হবে না। অপরাধী যে পরিচয়ই থাকুক না কেন, আইনের দৃষ্টিতে অপরাধী অপরাধীই।

তাদের কোন ধরণের ছাড় হবে না। জনগণের নিরাপত্তা, শান্তি ও স্বস্তির জন্য অপরাধীকে অপরাধী হিসেবেই বিবেচনা করার বিকল্প নেই। সেইজন্য পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। এই অভিযান চলমান থাকবে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) পুলিশ সুপারের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দ্দার , বিপিএম (বার), পিপিএম এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসুসহ যশোরে কর্মরত বিভিন্ন মিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

পুলিশ সুপার বলেন, আইনের দৃষ্টিতে সবাই সমান। আইনে কারো বিশেষ ছাড় দেয়ার কোন সুযোগ নেই। অপরাধ করলে অপরাধী হিসেবে বিবেচিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সময় ও প্রেক্ষাপটের ভিত্তিতে সেই অভিযান এখনো চলছে। আগামীতেও এ অভিযান চলবে। কিশোর অপরাধ, চাকু, ছিনতাইকারীসহ শহর থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের দমন করা হচ্ছে। এতে চিহ্নিত অপরাধী, মাদক ব্যবসায়ী, অস্ত্রবাজী, চোরাকারবারীদের ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। কোন ধরণের নির অপরাধী বেকায়দায় ফেলা হবে না।

যশোরকে অপরাধীমুক্ত করার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। যশোর অপরাধমুক্ত হলে আগামী প্রজন্ম ভাল থাকবে। নিরাপদ, নিশ্চিত ও সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। কারো মধ্যে দুঃচিন্ত থাকবে না। যশোরবাসীর শান্তি ও স্বস্তির জন্য পুলিশি অভিযানের প্রয়োজন। পুলিশ কারো মুখোমুখি অবস্থানে নেই।

কাউকে ব্যক্তিগতভাবে প্রতিপক্ষও মনে করছে না। সাধারণ মানুষকে ভাল রাখার জন্য পুলিশ তার উপর অর্পিত দায়িত্ব পালন করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়