কলেজের শিক্ষার্থী এবং “ফেয়ারওয়েল ও শিক্ষা সফর” বাস্তবায়ন কমিটির আহবায়ক এস. এম. শফিকুল ইসলামের সঞ্চালনায় ও শহীদ মশিউর রহমান আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মকসুদুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি এডভোকেট শাহানূর আলম শাহিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের বিদ্যোৎসাহী সদস্য এডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল ও কলেজের উপাধ্যক্ষ এডভোকেট মেসবাহ উদ্দিন আহমেদ। এছাড়া অন্যান্যদের বক্তব্য প্রদান করেন প্রভাষক এহসান শরীফ ও প্রভাষক এনাম আহমেদ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য প্রদান করেন সালাহউদ্দিন আমিন, শামীম রেজা, ইমামুল হোসেন, সজল মল্লিক, শারমিন সুলতানা রুমা, লিপিয়া খানম, আরিফা সুলতানা, সিথী ইসলাম, মনিরুজ্জামান সুইট ও সাবিনা ইয়াসমিন প্রমুখ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি কলেজের উপাধ্যক্ষ এডভোকেট মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, আইন অঙ্গনে পথ চলায় আমরা সবসময় তোমাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। অন্যতম বিশেষ অতিথি কলেজের বিদ্যোৎসাহী সদস্য এডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল কলেজের ইতিহাস তুলে ধরে বলেন, এই কলেজের সাবেক শিক্ষার্থীরা বাংলাদেশের আইন অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন, তোমাদেরও সেই পথ অনুসরণ করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শাহানূর আলম শাহিন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আইন অঙ্গনে তোমাদের যাত্রা শুরু হয়েছে, এ যাত্রায় অবশ্যই সিনিয়র-জুনিয়রের প্রতি পারস্পারিক শ্রদ্ধাবোধ ও ভালোবাসা থাকতে হবে। এছাড়া আইন অঙ্গনের দীর্ঘ এই পথচলায় জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সামগ্রিক সহায়তার ও আশ্বাস প্রদান করেন এই বক্তা।
অনুষ্ঠানের সভাপতি প্রফেসর খন্দকার মকসুদুল হক বলেন, কলেজের ইতিহাসে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয় উদ্দোগ। এমন আয়োজন এবং পারস্পারিক বন্ধন অটুট থাকলে তোমাদের সামনে এগিয়ে যাওয়া অনেক সহজ হবে।
সবশেষে বক্তারা এমন সুন্দর আয়োজনের জন্য আয়োজক কমিটিসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিশেষে উপস্থিত সবাই শহীদ মশিউর রহমান আইন মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ এডভোকেট শরীফুল ইসলাম শরীফের শারিরীক অসুস্থতার জন্য দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, রেফেল ড্র সহ নানান রকম বিনোদনের আয়োজন ছিল। উক্ত অনুষ্ঠানে ৮৩ জন শিক্ষার্থসহ ১২০ জন সদস্য উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।