যশোর জেলা কৃষকলীগের সহ-সভাপতি ও মণিরামপুর-৫ আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকালে শহরের হুসতলা বাড়িতে যশোর জেলা, সদর উপজেলা ও পৌর কৃষকলীগসহ জেলার কৃষকলীগের সকল সংগঠন সংবর্ধনা প্রদান করেন।
জেলা কৃষক লীগের সভাপতি অ্যাড. শামসুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলার কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আলাম মুনির, আনোয়ারুল ইসলাম সাংগঠনিক সম্পাদক তোরাব আলী, আসাদুজ্জামান আসাদ, মহিলা বিষয়ক সম্পাদিকা শামীমা সুলতানা ঝুমুর, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি সিরাজুল ইসলাম, পৌর সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, ঝিকরগাছা উপজেলা কৃষকলীগের সভাপতি শান্তি, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, বাঘারপাড়া উপজেলা সাধারণ সম্পাদক এমদাদ, অভয়নগর উপজেলা সভাপতি মুন্সি আব্দুল মাজেদ, মনিরামপুর সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কেশবপুর উপজেলা সভাপতি সৈয়দ নাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রুমেজ দত্ত, চৌগাছা সভাপতি বাবুল আক্তার সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।