উত্তেজনাপূর্ণ ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং ক্রিকেট লীগের (এফবিসিএল) নবম সিজন।
বিভাগের প্রভাষক প্রদীপ চন্দ্র বিশ্বাস এর সার্বিক তত্ত্বাবধানে, দীর্ঘ একমাস ব্যাপী এ মহাযজ্ঞ শেষে এবারের সিজনে চ্যাম্পিয়নের মর্যাদা অর্জন করে টিম ‘ইলেভেন ওয়ারিয়র্স’।
১৭ ফেব্রুয়ারি বিকালে বিশ্ববিদ্যালয়ের স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টিম ‘আসো খেলি’ কে হারিয়ে শিরোপা অর্জন করে টিম ‘ইলেভেন ওয়ারিয়র্স’। এফবিসিএল এর নবম সিজনে পুরুষ দলের প্লেয়ার অব দ্যা ট্যুনার্মেন্টের গৌরব অর্জন করেন বিভাগের ১১ ব্যচের শিক্ষার্থী হেদায়েত রহমান, প্লেয়ার অব দ্যা ম্যাচ ও সেরা ব্যাটসম্যানও হন ১১তম ব্যাচের শিক্ষার্থী হেদায়েত রহমান। টুর্নামেন্টের মোট সাত ম্যাচে তার গড় রান ৮০ এবং ফাইনাল ম্যাচেও সে অপরাজিত ১২২ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়েছেন, সেরা বোলার হয়েছেন বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী মতিউর রহমান রাসেল।
বিজয়ী দলের অধিনায়ক হেদায়েত রহমান বলেন, “এই রকম টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টিম হতে পেরে অনেক আনন্দিত ও খুশি আমরা”।
বিভাগের ১১তম ব্যাচ কর্তৃক আয়োজিত এ লীগের কনভেনর হেদায়েত রহমান প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, প্রতিবছর এ ধরণের আয়োজন বিভাগের সিনিয়র জুনিয়রের সম্পর্ক আরো মজবুত করবে। তাছাড়া এর মাধ্যমে সামনে আন্তঃবিভাগ ক্রিকেট টুনামেন্টের জন্য ভালো খেলোয়ার বের করা সহজ হবে।
লীগের চূড়ান্ত পর্বের খেলা শেষে পুরষ্কার বিতরণী আনুষ্ঠানের আয়োজন করা হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক প্রদিপ চন্দ্র বিশ্বাস বলেন, “পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শরীর ও মন সতেজ রাখে। শুধু যে একাডেমিক দিক থেকে বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে থাকবে তা নয় বরং খেলাধুলায়ও এগিয়ে থাকবে বলে আমি আশাকরি। সুন্দরভাবে এ সিজন শেষ হয়েছে, যারা আয়োজন করেছে আমি তাদের ধন্যবাদ জানাই”।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিভাগের সহযোগী অধ্যাপক উর্মি দাস, এফবিসিএল নবম সিজনের স্পন্সর “ফিন্যান্স এন্ড ব্যাংকিং স্পোর্টস ক্লাব“ এর সভাপতি আলামিন ও বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।