প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৪ , ৬:৩৫ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৪ , ৬:৪০ অপরাহ্ণ
মেহেরপুরে চক্ষু, ডাইবেটিস, নাক-কান গলা, চর্ম ও যৌন রোগের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার শ্যামপুর শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। যশোরের আদ্-দ্বিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও মেহেরপুরের শ্যামপুরের রাবেজান মঞ্জিলের আয়োজনে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের মন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, এ ধরনের একটি আয়োজন অত্যন্ত প্রশংসনিয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নামি-দামি ডাক্তারা অজপাড়াগায়ে এসে বিনা পয়সায় স্বাস্থ্য সেবা দেয়াটা আমাদের জন্য সৌভাগ্যের। যথাতথ স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প রোগীদের জন্য অনেক কল্যানকর।
উল্লেখ্য, প্রতি বছর ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। যেখানে মেহেরপুরসহ আশেপাশের কয়েক হাজার মানুষ সেবা নিতে আসে। সেবা নিতে আসা রোগীদের বিনামূল্যে ওষুধও দেই আয়োজকরা। পরবর্তিতে ওই সমস্ত রোগীদের ভিডিও কলের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেয়া হয়ে থাকে। সেই সাথে কারও অপারেশন করার প্রয়োজন হলে আয়োজকদের তত্বাবধানে অপারেশনেরও ব্যবস্থা করা হয়।
ফেব্রুয়ারি ১৭, ২০২৪, at ১৮:২৫ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।