ঢাকাকে হারিয়ে প্লে-অফে টিকে রইল খুলনা

আগের সংবাদ

সহনশীল কর এবং দীর্ঘ মেয়াদি নীতি চান ব্যবসায়ীরা

পরের সংবাদ

শোবিজে মেহজাবীনের বোন মালাইকা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৪ , ১১:৫১ পূর্বাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৪ , ১১:৫৮ পূর্বাহ্ণ

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মেধা-পরিশ্রমের গুণে খ্যাতি কুড়িয়েছেন তিনি। এবার শোবিজ অঙ্গনে পা রাখলেন তার সহোদর ছোট বোন মালাইকা চৌধুরী। একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে এ যাত্রা শুরু করলেন তিনি।

ত্বকের রং ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন মালাইকা চৌধুরী। এটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। গত বৃহস্পতিবার বিজ্ঞাপনচিত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

বোনের অভিষেক বিজ্ঞাপনটি ফেসবুকে পোস্ট করে মেহজাবীন চৌধুরী লেখেন, ‘টিভিসিতে অভিষেকের জন্য মালাইকা তোমাকে অভিনন্দন। তুমি অসাধারণ।’

মেহজাবীনের বোনকে পর্দায় দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকে মালাইকাকে মেহজাবিনের কার্বন কপি বলে মন্তব্য করছেন। কেউ কেউ দাবি করেছেন, দুই বোনকে একসঙ্গে একফ্রেমে দেখতে চাই।

প্রসঙ্গত, মালাইকা চৌধুরী বর্তমানে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

ফেব্রুয়ারি ১৭, ২০২৪, at ১১:৪৯ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়