শীর্ষ নেতাদের মুক্তিতে চাঙ্গা হচ্ছে বিএনপি

আগের সংবাদ

শোবিজে মেহজাবীনের বোন মালাইকা

পরের সংবাদ

ঢাকাকে হারিয়ে প্লে-অফে টিকে রইল খুলনা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৪ , ১১:৪৬ পূর্বাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৪ , ১১:৪৬ পূর্বাহ্ণ

বিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত ঢাকাকে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইল খুলনা টাইগার্স। টুর্নামেন্টের নবাগত দলটিকে ৫ উইকেটে হারিয়েছে এনামুল হক বিজয় বাহিনী।

গত শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রান সংগ্রহ করে দুর্দান্ত ঢাকা। জবাবে ২৮ বল ও ৫ উইকেট হাতে রেখে ১৩১ রান তুলে নেয় খুলনা।

১২৯ রান তাড়া করতে নেমে প্রথম বলে এনামুল হক বিজয়ের স্টাম্প উপড়ে ফেলেন শরিফুল। নিজের দ্বিতীয় ওভারে এসে এবার ফেরান এভিন লুইসকে। ১৭ রানের মধ্যে দুই ওপেনারকে হারানো খুলনাকে ম্যাচে রাখেন পারভেজ হোসেন ইমন ও শাই হোপ। রানের চাকা সচল রেখে ৪ ছক্কা ও ২ চারে ৩০ বলে ৪০ রান করেন পারভেজ ইমন।

লক্ষ্য ছোট থাকায় দেখেশুনে খেলেন শাই হোপ। ২৮ বলে ৩২ রানে ক্যারিবিয়ান ব্যাটারকে ফেরান তাসকিন আহমেদ। তবে খুলনাকে সহজ জয় এনে দেন আফিফ হোসেন। ২০৪ স্ট্রাইক রেটে ২৮ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ২টি চার ও ৪টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান আফিফ।

এর আগে সাগরিকায় ব্যাটিং নেমে বিপর্যয়ে পড়ে ঢাকা। পাওয়ার-প্লেতে ২৭ রানে ৩ উইকেট হারিয়ে বসে তাসকিন বাহিনী। ব্যাট হাতে ব্যর্থ হয়ে প্যাভিলিয়নে একে একে ফিরে যান মোহাম্মদ নাইম, সাইফ হাসান ও অ্যাডাম রসিংটন। এরপর ঢাকার ইনিংসকে মেরামতের চেষ্টা করেন অ্যালেক্স রস ও ইরফান শুক্কুর। তবে দুজনের ধীরগতির ব্যাটিংয়ে পিছিয়ে পড়ে ঢাকা।

৩৫ বলে ২৫ রানে অনাকাঙ্খিত রান আউটের শিকার হন রস। ইরফান শুক্কুর ২৬ বল খেলে ২৫ রান করেন। শেষ দিকে মোসাদ্দেক হোসেনের কল্যানে ঢাকার রান ১২০ পার হয়। ২৩ বলে ২৬ রান করেন এই অলরাউন্ডা। এ ছাড়া চতুরঙ্গা ডি সিলভা ১১ বলে ১৭ রানের ইনিংস খেলেন। খুলনার মুকিদুল ইসলাম ও ওয়েইন পারনেল ৩টি উইকেট শিকার করেন।

ফেব্রুয়ারি ১৭, ২০২৪, at ১১:৪৪ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়