জাবিতে পদার্থবিজ্ঞান ছাত্র সংসদের আয়োজনে পিঠা উৎসব 

আগের সংবাদ

উপজেলা নিবার্চন আরো সুন্দর হবে বলে মন্তব্য করেছেন নিবার্চন কমিশনার

পরের সংবাদ

স্কুলে যাওয়ার পথে নিখোঁজ সালমান, চারদিনেও মেলেনি সন্ধান

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৪ , ১০:০৫ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৪ , ১০:০৫ অপরাহ্ণ

যশোরের বসুন্দিয়া জংগলবাধাল থেকে সালমান গাজী (১১) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে বাড়ি থেকে যাবার পথে রওনা হয়। এরপর আর সে বাড়ি ফিরে আসেনি।

নিখোঁজ সালমান গাজী জংগলবাধাল পূর্বপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। ঘটনার পরের দিন সালমান গাজীর মা সুমাইয়া বেগম কোতোয়ালী মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন।

নিখোঁজ ডায়েরি সূত্রে জানা গেছে, সালমান গাজী জংগলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেনীতে লেখাপড়া করে। স্কুলে খেলাধুলার অনুষ্ঠান থাকায় সে নিখোঁজের দিন দুপুর দুইটার দিকে বাড়ি থেকে স্কুলের পথে রওনা হয়। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি। বাড়ির লোকজনও তাকে খোজাখুজি করে কোন সন্ধান পায়নি। কোন ব্যাক্তি নিখোঁজ সালমান গাজীর সন্ধান পেলে ০১৯০৬৭৫৯৮২০ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

ফেব্রুয়ারি ১৬, ২০২৪, at ২১:৫৯ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়