প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৪ , ৬:৩২ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৪ , ৬:৩২ অপরাহ্ণ
“ক্ষমতা দখলের হাতিয়ার নই, এসো দিন বদলের যোদ্ধা হই” শ্লোগানকে সামনে রেখে ১৮ তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের। এতে সভাপতি পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক পদে চারুকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নুর আলম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো সংগঠনটির দপ্তর সম্পাদক মনির হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এসব তথ্য জানা যায়। গত বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নং কক্ষে আয়োজিত কাউন্সিলে উপস্থিত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে কমিটি গঠিত হয়। নব-গঠিত কমিটিকে শপথ পাঠ করান সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজা।
২৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, ওবাইদুর রহমান আনাস, উদয় দেবনাথ ও সাদিয়া মাহমুদ মিম, সহ-সম্পাদক ইমতিয়াজ আহাম্মেদ ইমন, আসিফুর রহমান ও শেখ সুমন, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রানা ও কোষাধ্যক্ষ আহমাদ গালিব।
এছাড়া দপ্তর সম্পাদক মনির হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক মাজিদুল ইসলাম উজ্জ্বল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসিব সাংস্কৃতিক সম্পাদক জিন্নাত মালিয়াত সীমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তাহমিদ হাসান সজীব, ক্রীড়া সম্পাদক তানিম তানভীর।কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইমানুল সোহান, মুখলেসুর রাহমান সুইট, মেহেদী হাসান রাফি ও মামুন মিয়া।
ফেব্রুয়ারি ১৬, ২০২৪, at ১৮:২০ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।