যশোর সরকারি এমএম কলেজে নানা আয়োজনে বসন্তবরণ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, গান, কবিতা, নৃত্য ও জাদু প্রদর্শনী। বসন্তবরণ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় কলেজের কলা ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, শিক্ষক পরিষদের সম্পাদক মদন কুমার সাহা, বসন্তবরণ অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর জিল্লুল বারীসহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
শোভাযাত্রা কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে মধু মঞ্চের কাছে এসে শেষ হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সাংষ্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করে অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার বলেন, শিক্ষার্থীদের শুধু লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। মানসিক বিকাশের জন্য খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চা করা উচিত।
অনুষ্ঠানে উচ্চারণ, উদীচী ও বিবর্তন কলেজ শাখার সাংস্কৃতিক কর্মীরা গান, কবিতা, নত্য ও জাদু প্রদর্শন করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।