ঘোড়াঘাটে ধান মজুদের অভিযোগে ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

আগের সংবাদ

যশোর এমএম কলেজে নানা আয়োজনে বসন্তবরণ উদযাপন

পরের সংবাদ

লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচন স্থগিত 

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৪ , ১০:২৯ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৪ , ১০:২৯ অপরাহ্ণ
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর হাইকোর্ট বিভাগ। যার রিট পিটিশন নং ১৫০২/২০২৪।
বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর হাইকোর্ট বিভাগের নির্দেশে লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন কার্যক্রম স্থগিত করেন জেলা নির্বাচন অফিসার লুৎফুল কবীর সরকার।
গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করার জন্য জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান পদত্যাগ করেন। ফলে চেয়ারম্যান পদটি শূন্য হয় এবং শুন্য পদের জন্য উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
জেলা নির্বাচন অফিসার লুৎফুল কবীর সরকার বলেন, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান শুন্য পদে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা হয় কিন্তু    বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর হাইকোর্ট বিভাগের নির্দেশে উক্ত পদে উপনির্বাচন কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত জেলা পরিষদের উপনির্বাচনের কার্যক্রম স্থগিত থাকবে।

ফেব্রুয়ারি ১৫, ২০২৪, at ২২:২৭ (GMT+06) রূপ/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়