প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৪ , ২:০৮ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৪ , ২:০৮ অপরাহ্ণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুন্সিগঞ্জ-বিক্রমপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির শিক্ষার্থীদের প্লাটফর্ম এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি মনোনীত হয়েছেন ভূতাত্ত্বিক বিজ্ঞান (৪৮ব্যাচ) বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ফিন্যান্স ও ব্যাংকিং-(৪৮ ব্যাচ) শরীফ হোসেন।
গত বুধবার সন্ধ্যা ৬টায় পূর্ব কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত মুন্সিগঞ্জ জেলার সকল শিক্ষার্থীদের আশ্রয়স্থল এ সংগঠন। আমরা শিক্ষার্থীদের সকল সমস্যায় পাশে থাকতে বদ্ধপরিকর। শিক্ষার্থীদের যেকোনও বিষয়ে জেলা সমিতি পাশে থাকবে এবং সংগঠনকে গতিশীল রাখতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। ৭০০ একরে মুন্সিগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতিকে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে সর্বোচ্চ চেষ্টা করবো।
এছাড়াও কমিটিতে সহ সভাপতি হিসেবে আছেন, সাইফুল ইসলাম শান্ত (আন্তর্জাতিক সম্পর্ক-৪৮),মইনুর রহমান (পরিসখ্যান-৪৮), আসাদুজ্জামান ইমন (পাবলিক হেলথ-৪৮), আবির (পদার্থ বিজ্ঞান-৪৮), আকিব (ইংরেজি-৪৮) যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে, ওমর ফারুক কারিব (ভূতাত্ত্বিক বিজ্ঞান-৪৮), আকাশ (ভূতাত্ত্বিক বিজ্ঞান-৪৮), সুমাইয়া (নৃ-বিজ্ঞান-৪৮), কাজল মন্ডল (একাউন্টিং-৪৮), জান্নাতুল ফেরদৌস মুমু (নগর ও অঞ্চল পরিকল্পনা-৪৯), ইমন আইমান (প্রাণরসায়ন-৪৯), সাব্বির আহমেদ রিফাত (ফার্মেসী-৪৯) ফারিহা আক্তার মুন (ফার্মেসী-৪৯), জাহিদুল ইসলাম আবিদ (ইতিহাস-৪৯), রাফিউল হক (আইআইটি- ৪৯), রাহাত শরীফ প্রাণ (রসায়ন-৪৯), সাদিয়া ইসলাম কুমু (ভূতাত্ত্বিক বিজ্ঞান- ৪৯), খাদিজা মুন্নি (একাউন্টিং- ৪৯), রুবাইয়া জান্নাত (দর্শন- ৪৯), জান্নাতুল কানিজ (ভূগোল ও পরিবেশ-৪৯)
সাংগঠনিক সম্পাদক হিসেবে, আলী আজগর মাহিন (গণিত-৫০), মেহেদী হাসান ইমতিয়াজ (পদার্থ বিজ্ঞান-৫০), বিপাশা জেরিন মাহিম (আইন ও বিচার-৫০), লিংকন (মার্কেটিং-৫০), রাব্বিকুল ইসলাম (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য-৫০), ফারিহা জাহান জেমি (গণিত-৫০), সাদিয়া স্বর্ণা (ম্যানেজমেন্ট-৫০), আশিক বিন আজাদ (ফিজিক্স-৫০), মোহাম্মদ জিহাদুল ইসলাম (আইন ও বিচার-৫০), সুরাইয়া মিম (গণিত-৫০), মেহেদী হাসান লাবিব (প্রাণ রসায়ন-৫০) মেহেদী হাসান সীমান্ত (পাবলিক হেলথ-৫০), সামিয়া ফেরদৌস (ম্যানেজমেন্ট-৫০)।
এছাড়াও অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে মাহমুদুল হাসান (ম্যানেজমেন্ট-৫১), উপ অর্থ বিষয়ক সম্পাদক, সামিহা রাফা (ফিন্যান্স ও ব্যাংকিং-৫২), দপ্তর সম্পাদক, নীরব মন্ডল (সি.এস.ই-৫১), উপ দপ্তর সম্পাদক, সাগর হোসেন (মার্কেটিং-৫২), ক্রীড়া বিষয়ক সম্পাদক, তানজির রহমান হিমেল (ভূগোল ও পরিবেশ-৫১), উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক, শেখ মোহাম্মদ আরাফাত (পাবলিক হেলথ-৫২), শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, সামিয়া ইসলাম রুবা (অর্থনীতি-৫১), উপ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, ওয়ারদুন সুলতানা রত্ন (পরিবেশ বিজ্ঞান-৫২), কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, বিপু চন্দ্র রায় (মাইক্রোবায়োলজি-৫১) উপ কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, আল হোসেন ভূইয়া (বায়োটেকনোলজি-৫২) সুরাইয়া খানম পুস্প (ইতিহাস-৫২) আপ্যায়ন বিষয়ক সম্পাদক, উম্মে হাবিবা মিথিলা (উদ্ভিদ বিজ্ঞান-৫১) উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক, নূর-জাহান লামিয়া (পরিসংখ্যান-৫২) মানসুরা আক্তার মেহুনা (ভূতাত্ত্বিক বিজ্ঞান-৫২) ধর্ম বিষয়ক সম্পাদক, ইভা ইসলাম (সি.এস.ই-৫১)উপ ধর্ম বিষয়ক সম্পাদক, প্রীতি দাস (আই.আই.টি-৫২) জিনিয়া আফরিন (একাউন্টিং-৫২) দোলা বিশ্বাস (ভূগোল ও পরিবেশ-৫২) প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, ফারহান মাহমুদ তাসিন (নগর ও অঞ্চল পরিকল্পনা-৫২) রওনক জাহান (অর্থনীতি-৫২) শামিম এবং হোসেন শাকিল (একাউন্টিং- ৫২)।
ফেব্রুয়ারি ১৫, ২০২৪, at ১৩:৫৮ (GMT+06) রূপ/আক/ঢাঅ/আ.হা.
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।