বিশ্ব ভালোবাসা দিবসে কোর্টে হলো বিয়ে, অবশেষে মুক্তি

আগের সংবাদ

এসএসসি শুরু আজ, পরীক্ষায় বসছে সোয়া ২০ লাখ শিক্ষার্থী

পরের সংবাদ

রাফায় আক্রমণ থামাতে আইসিজে-তে দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৪ , ১২:১৭ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৪ , ১২:১৭ অপরাহ্ণ

ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা শহরে ইসরায়েলের আক্রমণ বন্ধ করতে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক আদালতে আবেদন জানিয়েছে।

দেশটি জানিয়েছে, তারা আন্তর্জাতিক বিচারিক আদালতকে (আইসিজে) বলেছে, ইসরায়েল এবার রাফায় সামরিক কার্যকলাপ চালানোর কথা জানিয়েছে।

এ পরিস্থিতিতে আন্তর্জাতিক আদালত তার ক্ষমতা ব্যবহার করে ইসরায়েলকে থামাক এবং গাজায় ফিলিস্তিনিদের অধিকার রক্ষা করুক।

দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, ইসরায়েল যে রাফায় সামরিক অভিযানের কথা বলেছে, তাতে প্রচুর মানুষ মারা যাবে এবং ধ্বংসলীলা চলবে।

তাদের মতে, এটি ২০২৪ সালের ২৬ জানুয়ারি আন্তর্জাতিক আদালতের দেওয়া রায় ও জেনোসাইড কনভেনশনের বিরোধী। জানুয়ারিতে আইসিজে রায় দিয়েছিল, ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধ করতে ইসরায়েল যেন সব ধরনের ব্যবস্থা নেয়। তখন দক্ষিণ আফ্রিকা-ই আইসিজেতে আবেদন জানিয়েছিল।

এদিকে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক মঙ্গলবার ইসরায়েলের রাফায় আক্রমণের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালকিকে পাশে নিয়ে বার্লিনে একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আমি এ ঘোষণায় রীতিমতো চিন্তিত। যদিও এটি স্পষ্ট হয়ে গেছে, রাফায় হামাসের বিশাল উপস্থিতি আছে এবং ইসরায়েলেরও নিজেকে রক্ষা করার অধিকার আছে। রাফা থেকে সাধারণ মানুষ যাতে নিরাপদে অন্যত্র চলে যেতে পারে, ইসরায়েলকে সেই ব্যবস্থা করতে হবে। বুধবারই বেয়ারবক দুইদিনের সফরে ইসরায়েল যাচ্ছেন।

ফেব্রুয়ারি ১৫, ২০২৪, at ১২:১৫ (GMT+06) রূপ/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়