গত চার মাস আগে প্রেমিকাকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিল ঝিনাইদহের মহেশপুর উপজেলার জোকা গ্রামের জুবায়ের রহমান (২২)। তিনি পার্শ্বকর্তী গোপালপুর গ্রামের ১৭ বছর বয়সী এক নাবালিকাকে পালিয়ে বিয়ে করার অপরাধে মেয়ের বাবা তার বিরুদ্ধে আদালতে মামলা করে। ঘটনাটি ঘটে ২০২৩সালের ২৩ নভেম্বর। পরের দিন ২৪ নভেম্বর মেয়ের বাবা জসিমউদ্দীন বাদি হয়ে নাবালিকাকে ফুসলিয়ে অপহরণ ও নির্যাতনের মামলা করেন। মামলা নং মহেশ/জি.আর ৪৭২/২৩। পরে ওই মামলায় গ্রেফতার করে জুবায়ের কে জেল হাজতে প্রেরণ করা হয়।
জুবায়ের মহেশপুর উপজেলার জোকা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। দীর্ঘ দুই মাস জেল খাটার পর আইনী প্রক্রিয়া শেষে দুই পরিবারের সম্মতিতে পহেলা ফাল্গুন ১৪ ডিসেম্বর বিশ্বভালবাসা দিবস কে স্মরণে রাখতে কোর্টেই আয়োজন করা হয় এই ব্যতিক্রমি বিয়ের। ৫লাখ টাকা দেন মোহরে নারী ও শিশু বিশেষ আদালতে বিয়ে সম্পন্ন হয় জুবায়ের ও জেসমিন আক্তারের। এই বিয়েতে উপস্থিত ছিলেন সিনিয়র ও জেলা দায়রা জজ নাজিম্মুদ্দৌলাসহ কোর্টের অন্যান্য বিচারক, কৌশুলী ও আইনজীবীগণ। বিয়ের পর আসামি জুবায়ের কে জামিনে মুক্তি দেওয়া হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।