ঝিনাইদহের শৈলকূপা থেকে ওয়ান শুটারগানসহ সন্ত্রাসী শামছুজ্জামান (৪৫) গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল দুপুর ২টায় এক অভিযানে তাকে উপজেলার শেখপাড়া থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সন্ত্রাসী শামছুজ্জামান (৪৫) কুষ্টিয়া জেলার কুমারখালী রাজাপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে।
ঝিনাইদহ র্যাব-৬ কোম্পানী কমান্ডার মেজর নাইম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন শেখপাড়া বাজার এলাকায় কতিপয় অবৈধ মাদক ব্যবসায়ী অবস্থান করছে। ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি দুপুর আড়াইটার দিকে নিশ্চিন্তপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী শামছুজ্জামানকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০১ টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও ০৪ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। আসামীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বিভিন্ন থানায়।
তিনি আরো জানান, পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।