চৌগাছায়
বিশ্ব ভালবাসা দিবসে চৌগাছা থানা পুলিশ ব্যতিক্রম এক আয়োজন করেন। বুধবার সকাল থেকেই থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে থানার সকল অফিসার ও পুলিশ সদস্যগণ স্বাধীনতা ভাস্কার্যে উপস্থিত হয়ে সর্বসাধারনের মাঝে ফুল বিতরণ করেন। মানুষকে সব বিষয়ে সচেতন করতেই মুলত এই ব্যতিক্রম আয়োজন বলে জানা গেছে।
বিশ্ব ভালবাসা দিবসের দিন বুধবার সকাল থেকেই চৌগাছা থানা পুলিশ উপজেলার প্রাণকেন্দ্র বলে খ্যাত স্বাধীনতা ভাস্কার্য মোড়ে উপস্থিত হয়ে পথচারী, বিভিন্ন যানবাহনের চালক, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ সকল শ্রেনী পেশার মানুষের হাতে একটি করে গোলাপ ফুল তুলে দিয়ে দিবসটি উপলক্ষে শুভেচ্ছা জানান। পুলিশের ব্যতিক্রম কার্যক্রমে মানুষ সন্তোষ প্রকাশ করেন।
ব্যবসায়ী মুক্তার হোসেন, পথচারী রফিকুল ইসলাম, ভিক্ষুক ফিরোজ হোসেন বলেন, পুলিশকে এমন কাজে নিয়োজিত হতে দেখেনি। আজ চৌগাছা থানা পুলিশের এমন একটি কাজ দেখে ভিষন ভাল লাগছে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী বলেন, দিবসটি উপলক্ষে নানা ভাবে মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ।
তিনি বলেন, একজন বাইক চালক হেলমেট ছাড়াই সড়কে এসেছেন, তাকে থামিয়ে এ বিষয়ে সচেতন করার পাশাপাশি তাকে ফুল দিয়েছি। সড়কে ট্রাক চালককে থামিয়েছি, সে হয়ত ৩/৪ দিন বা তারও বেশি সময়ে সড়কেই আছে। আজ ফিরবে নিজ ঠিকানায়। ওই চালক যেন সড়কে আরও সচেতন ভাবে চলাচল করেন সেই বার্তা পৌছে দিয়েছি এবং ফুল হাতে দিয়ে তাকে বলেছি আপনি ফুলটি বাড়িতে নিয়ে পরিবারের হাতে তুলে দিবেন। কার্যক্রম সকাল হতে চলে দুপুর পর্যন্ত।
এ সময় থানার ওসি তদন্ত জেল্লাল হোসেন, সেকেন্ড অফিসার লোকমান হোসেন, এস,আই সৌরভ কুমার গাঙ্গুলী,এস আই সুমন হোসেন, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, প্রেসক্লাব চৌগাছার প্রচার সম্পাদক রেজাউল করিম সাগর, সাংবাদিক খলিলুর রহমান জুয়েল, ইমাম হোসেন সাগরসহ থানা পুলিশের অধিকাংশ অফিসার ও সদস্য উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।